বি এন পির নীরব থাকা তাদের জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে!

লিখেছেন লিখেছেন এম এইচ রাসেল ১৭ জানুয়ারি, ২০১৪, ০৬:৪৮:৪৭ সন্ধ্যা

অবাক হবার কিছু নেই..!!

আওয়ামীলীগ ২০০৮ সালে যখন ক্ষমতায় আসার পর; একের পর এক বিরোদী

(১৮ দলের উপরে)

জুলুম,নির্যাতন করছিলো তখন বি এন পির নেতারা কিছু বলেনি..

যখন আওয়ামীলীগ ৫৭ সেনা সদস্য হত্যা সহ আরও অনে ভাবে সাধারণ মানুষের পেটে লাত্তি মারছিলো তখনো বি এন পি এসব ইস্যু নিয়ে কিচ্ছু বলেনি..

আজকে আবার ও আওয়ামীলীগ ক্ষমতা আসার পর যখন ১৮ দলের উপরে নতুন করে পন্দি আটছে এখানেও বি এন পি নিরব!!

(কর্মসুচি দিলো কি? পতাকা মিছিল আর সমাবেশ!!)

কিন্তু কেনো?? তারা কি জানেনা আজকের এই নিরব থাকাটা একদিন তাদের জন্য-ই কাল হয়ে দাড়াতে পারে!!

[একান্ত ব্যাক্তিগত ভাবনা থেকে লিখলাম]

-লেখকঃএম,এ আলিম।

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163616
১৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
হতভাগা লিখেছেন :
163627
১৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
ফেরারী মন লিখেছেন : জামাতকে ছাড়লেই বিএনপি চাঙা হয়ে যাবে।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৯
117877
হাবিবুল্লাহ লিখেছেন : লীগ চাঙ্গা হয় জামাতকে সাথে রাখলে আর বি এন পি চাঙ্গা হবে জামাতকে ছাড়লে?
163676
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৫
তায়িফ লিখেছেন : আপনাকে বুঝতে হবে এখন বিএনপি শুধু নামের উপর ভর করে ঠিকে আছে। ৯১ এ জামাতের উপর ভর করে ক্ষমতায় গিয়েছিল। ২০০১ এ জোট করে। আর এখন তাদের কোন নেতা কর্মী নাই। আপনি বলবেন ৪ সিটি কর্পোরেশনে কিভাবে জিতল? ওখানে জামাত আর হেফাজতের সমর্থনে। বিএনপির সাথে থেকে সময় নষ্ট না করে সকল ইসলামী দলকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলন শুরু করতে হবে। বিএনপি জনপ্রত্যাখ্যাত দল।বাল বিম্পি কে বিদায় জানানোর এটাই সুযোগ।
163699
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৮
জেদ্দাবাসী লিখেছেন : ম্যড়ামের আসে পাসে বেশির ভাগ দালাল। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File